আজ ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে এরশাদুল আলম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১৮৮ পিস ইয়াবা, চোলাই মত তৈরি রাসায়নিক দ্রব্য, এবং ইয়াবা বিক্রির মাধ্যমে অর্জিত নগদ ৯৬৫০ টাকা উদ্ধার করা হয়।
রবিবার (২৬ অক্টোবর) বিকেলে আনোয়ারা আর্মি ক্যাম্পের একটি অভিযানিক দল উপজেলার বৈরাগ ইউনিয়নের আমানুল্লাহ পাড়া এলাকার কাব্য রেসিডেন্সিয়াল এলাকার পাশের ঘন পাহাড়ে জঙ্গল থেকে তাকে আটক করা হয়।
এদিন রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বটতলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে কামরুজ্জামান নামে আটও এক মাদক ব্যবসায়ীকে আটক করে সেনাবাহিনী। অভিযানে তার কাছ থেকে ১হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন জানান, সেনাবাহিনী আটক করে ২জনকে থানায় হস্তান্তর করেছে, তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আজ সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।