আজ ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মো: ফখরুদ্দিন মোবারক শাহ রিপন, নোয়াখালী সংবাদদাতা:
২৮ অক্টোবর ২০০৬ ইং সালে পল্টন হ’ত্যা কান্ডের প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে নোয়াখালীর সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ বুধবার বিকেলে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিলটি সেনবাগ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেনবাগ থানার মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে।
উক্ত সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নুরুল আবছার এর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি মাওলানা নুরুল হুদা মিলন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর আমির জননেতা জনাব মাওলানা ইয়াছিন করিম সাহেব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা পরিষদের দু’বারের নির্বাচিত সাবেক সফল ভাইসচেয়ারম্যান ও সেনবাগের গণমানুষের নেতা জননেতা জনাব মাওলানা আবদুল মালেক সাহেব।
এতে আরও উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হানিফ, সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক মাওলানা আবু ইউসুফ মিয়াজি, সেনবাগ পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইয়াছিন মিয়াজি সহ ৯ টি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির/ সভাপতি ও সেক্রেটারী সহ প্রমুখ নেতৃবৃন্দ।