আজ ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে দক্ষিণ চট্টগ্রামের তিন উপজেলা—লোহাগাড়া, সাতকানিয়া ও চকরিয়া এর জনপ্রতিনিধি,শ্রমজীবি, ব্যবসায়ী ও নাগরিক সমাজের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১নভেম্বর) বিকেলে লোহাগাড়ার একটি স্থানীয় রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক দক্ষিণ চট্টগ্রাম ও পর্যটন নগরী কক্সবাজারের প্রাণরেখা। প্রতিদিন হাজারো মানুষ এই সড়কে চলাচল করেন, কিন্তু যানজট ও দুর্ঘটনা এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তাই জনদুর্ভোগ কমাতে ও দেশের অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে মহাসড়কটি দ্রুত ৬ লেনে উন্নীত করা সময়ের দাবি।
সভায় উপস্থিত বক্তারা একমত হয়ে বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তারা তুলে ধরেন ৬লাইন দাবি আদায় ইতিমধ্যে আমরা সামনে ব্লকেড কর্মসূচির প্রস্তুুতির দিকে এগুচ্ছি৷
অনুষ্ঠানে তিন উপজেলার জনপ্রতিনিধি ছাড়াও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দক্ষিণ চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত এই সড়কই দেশের পর্যটন, বাণিজ্য ও শিল্প খাতের মূলধারার সঙ্গে যুক্ত—তাই উন্নত ও নিরাপদ সড়ক গড়ে তোলাই টেকসই উন্নয়নের পূর্বশর্ত।
প্রোগ্রামে পরবর্তী যেকয়েকটি কর্মসূচি পালিত হবে তা হলো,স্মারকলিপি প্রদান,উপজেলা, জেলা প্রশাসক ও উপদেষ্টা বরাবর,স্বাগত র্যালি,সংবাদ সম্মেলন ও ব্লকেড কর্মসূচি ।