আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সীতাকুণ্ড প্রতিনিধি-
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন দাবীতে মানববন্ধন করেছে ভাটিয়ারী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। গত সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন। এ সময় ভুক্তভোগীরা বলেন, তিন বছর আগে জঙ্গল ভাটিয়ারীতে ১৫৫ পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের ঘর প্রদান করা হয়। পাহাড়ী এলাকায় ঘর প্রদান করা হলেও কোনো প্রকার সুযোগ-সুবিধা প্রদান করা হয়নি। বিদ্যুৎ, পানি, পয়ঃনিষ্কাশন, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও চলাচলের সু-ব্যবস্থা না থাকায় জীবনযাপনে চরম ভোগান্তিতে পড়তে হয়। তাছাড়া বর্ষা শুরু হলে জলাবদ্ধতা ও ছড়া পানিতে বাড়ী-ঘর ডুবে বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে নানা সমস্যা নিয়ে বসবাস করলেও সমাধানের পদক্ষেপ নেয়া হচ্ছে না। সমস্যা সমূহ তুলে ধরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলামের বরাবরে স্মারকলিপি দেয় ভাটিয়ারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। তিনি বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।