আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ জাবেদ আহমেদ জীবন,নবীনগর উপজেলা প্রতিনিধি
চলতি মৌসুমে নবীনগর উপজেলার কৃষক পর্যায় থেকে ৩৩ টাকা কেজি ধরে ৪৫০ টন রোপা আমন ধান সংগ্রহ করা হবে।১৫ ডিসেম্বর অদ্য সকাল ১০ ঘটিকায় মাঝিয়ারা খাদ্য গুদাম প্রাঙ্গণে সরকারি মূল্যে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক চিন্তা মনি তালুকদার, ওসি এলএসডি রনজিৎ কুমার দাস, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার পরিমল চন্দ্র দত্ত প্রমুখ।
উপজেলা কৃষি অফিসের মাধ্যমে প্রকৃত কৃষকদের তালিকা সরবরাহ করা হচ্ছে। এই ক্রয় কার্যক্রম চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত বলে জানান উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম লিটন।