আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম বলেছেন, বিগত ১৬ বছর বিএনপির নেতা-কর্মীদেরকে গায়েবী মামলা, হামলা, গুম হত্যা, পুলিশ বাহিনী দিয়ে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়েছে। ফ্যাসিষ্ট হাসিনা জুলুম-নির্যাতন করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছিল। আর আওয়ামীলীগকে ক্ষমতায় ঠিকিয়ে রাখতে জাতীয় পার্টি নেপথ্য ভূমিকা রেখেছে। ফ্যাসিষ্ট হাসিনার দোসর হিসেবে জাতীয় পার্টিকেও বিচারের আওতায় আনতে হবে।
তিনি গত শনিবার (৭ ডিসেম্বর) রাতে পটিয়া রেল স্টেশন চত্বরে পটিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।
এনামুল হক এনাম আরোও বলেন, অতীতে আমাদের দলের ভিতর থেকে অনেকে ফ্যাসিষ্ট হাসিনা ও তার দোসরদের এজেন্ডা বাস্তবায়ন করেছিল। আমরা-আন্দোলন সংগ্রাম করেছি আর তারা ঘরে বসে টিভি দেখেছে। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। তারা এখন দলের সু-সময়ে এসে ত্যাগী ভাব নিচ্ছে। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, ৫ আগস্টের আগের বিএনপি সামনের সারিতে থাকবে, আর ৫ আগষ্টের পরের বিএনপি থাকবে পেছনের সারিতে।
৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন মল্ল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন পৌরসভা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আবুল ফয়েজ, যুগ্ম আহবায়ক তৌহিদুল আলম, আবুল কাসেম, আবদুল মাবুদ, যুবদল নেতা শাহজাহান চৌধুরী, দক্ষিণ জেলা জাসাসের সদস্য সচিব নাছির উদ্দীন, ইয়াসিন আরাফাত, ওয়াহিদুল আলম পিবলু, বিএনপি নেতা ইলিয়াছ ভুট্টো, এম মনজুরুল আলম, বাদশা মিয়া, আবছার উদ্দীন সোহেল, হাবিবুর রহমান রিপন, বেলাল উদ্দীন, ফজলুল কাদের, মনসুর আমিরী, মীর সাইফুর রহমান, আবদুল কাদের, বুলবুল আহম্মদ নান্নু, মো. আলমগীর ৯নং ওয়ার্ড বিএনপির সংগঠনিক সম্পাদক হারুন তালুকদার বিএনপি নেতা হাজী আব্দুল খালেক নজরুল ইসলাম, ফরিদ . যুবদলের আহবায়ক ইয়াসিন আরাফাত, পিবলু, জসীম উদ্দীন তালুকদার, জিয়াউর রহমান. শহিদুল ইসলাম. আরমান,.আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইকবাল বাহার আশেক
সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদুল আলম
আরিফ হাসান, ছাএনেতা ইমরান.রাজু. জাহেদ মুজাহেদ.আলী হোসেন. তুষার, ছাত্রদল নেতা মারুফ. সাকিব, স্বেচ্ছাসেবক দল নেতা জসিম উদ্দিন. ফাহাদ.আরিফুজ্জামান আরিফ.খসরু, ফোরকান প্রমুখ।