আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
শারমিন সরকার বৃষ্টি
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:::
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের দশম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান ১০ নভেম্বর, ২০২৪ খ্রি. রবিবার, সকাল ১১:০০ ঘটিকায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের দশম অন্তর্বর্তীকালীন পরিষদ-এর দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলাপরিষদ জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরীর সঞ্চালনায়,খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী’ র সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ( সংশোধন ) আইন, ১৯৯৭ এর ১৬ক। (৪) উপধারা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ( সংশোধন ) আইন, ২০১৪ এর ২(২) উপধারায় প্রদত্ত ক্ষমতা বলে সরকার ১৫ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের দশম অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করে ০৭ নভেম্বর ২০২৪ তারিখ প্রজ্ঞাপন জারি করে।
নব গঠিত এ পরিষদের চেয়ারম্যান- জিরুনা ত্রিপুরা. সদস্য- বঙ্গমিত্র চাকমা, অনিময় চাকমা, নিটোল মনি চাকমা, কংজপ্রু মারমা, কুমার সুইচিংপ্রু সাইন, সাথোইয়াই প্রু চৌধুরী, ধনেশর ত্রিপুরা, শেফালিকা ত্রিপুরা,প্রশান্ত কুমার ত্রিপুরা,মো: শহিদুল ইসলাম (সুমন), প্রফেসর আবদুল লতিফ, মো: মাহবুবুল আলম, জয়া ত্রিপুরা, এ্যাডভোকেট মনজিলা সুলতানা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা তাঁর বক্তব্যে বলেন ‘ সম্প্রীতির কোন বিকল্প নাই। সাম্প্রদায়িক ও ধর্মীয় স¤প্রীতির জেলা হোক এ খাগড়াছড়ি পার্বত্য জেলা। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে আমরা বৈষম্যহীন সম্প্রীতির খাগড়াছড়ি বির্নিমানে কাজ করব। জেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এ পার্বত্য জেলা পরিষদ। এ প্রতিষ্ঠানের প্রতি সকলের আস্থার পরিবেশ সৃষ্টিতে কাজ করবে আমার এই ১০তম অন্তর্বর্তীকালীন পরিষদ। আমাদের এ কাক্ষিত লক্ষ্য অর্জনে আমি সকলের সহযোগিতা কামনা করছি। খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক উন্নয়নে আপনাদের সুপরামর্শ প্রদানের দরজা আমি সব সময় খোলা রাখলাম।
এসময় উপস্থিত ছিলেন -পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, নির্বাহী প্রকৌশলী প্রতি পদ চাকমা, পরিষদ ন্যাস্ত বিভাগের বিভাগীয় প্রধানগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।