আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রাম দারুন নুর মাদরাসার অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৩নভেম্বর শনিবার সকাল ১০টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বায়তুল ইজ্জতের পাশে অবস্থিত রোজভ্যালি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক অত্র মাদরাসার সভাপতি আল্লামা ড. নিজাম উদ্দিনে সভাপতিত্বে ও কেঁওচিয়া মোজাহেরুল হক মাদ্রাসার সুপার আব্দুল মালেকের সঞ্চালনায় এ অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়।
উক্ত অভিভাবক ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদিঘীতে অবস্থিত জামেয়াতুল আনোয়ার হেমায়াতুল ইসলাম মাদরাসার মুহতামিম আল্লামা সরওয়ার কামাল আজিজি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলার চনতী হাকিমিয়া আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদুর রহমান চৌধুরী, সোনাকানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডা:নুরুল হক,আশশেফা হাসপাতালের ডাইরেক্টর ডা:খোরশেদ আনোয়ার, সাতকানিয়া মাহমুদুল উলুম মাদ্রাসার আধ্যক্ষ মনিরুল আলম,অধ্যক্ষ শাহাদাত হোছাইন, সাতকানিয়া চিটুয়া পাড়া বায়তুশ শরফ মাদার্শার অধ্যক্ষ মাওলানা কফিল উদ্দিন, হাফেজ ক্বারি মাওলানা আনোয়ারুল হক,উদ্বোধনী বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মাহমুদ উল্লাহ,সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের প্রফেসর জয়নাল আবেদিন ও পশ্চিম ঢেমশা ইছামতী মোহাম্মদিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাস্টার নুর হোছাইন প্রমুখ।
অনুষ্ঠানে মুসলিম উম্মাহ, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।