আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মাগুরা জেলা প্রতিনিধি
মোঃ সাকিব খান
নিজ দলের মধ্যে গ্রুপিং ছেড়ে চলমান সরকার পতন আন্দোলনে সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সহ-সম্পাদক আলমগীর হোসেন সোহান। তিনি গতকাল শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী এক আলোচনা সভায় এই আহবান জানান। আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা সেচ্ছা-সেবক দলের সিনিঃ যুগ্ম আহবায়ক মোঃ জিল্লুল রহমান বিশ্বাস, দারিয়াপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ মকিদ হাসান, মোঃ রশিদ বিশ্বাস, তুজাম মোল্যা, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মোঃ রন্জু মোল্যা, যুবদল নেতা নাসির মৃধা, সুমন বিশ্বাস, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম শেখ প্রমুখ। এ সময় বিএনপির, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল,শ্রমিক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলমগীর হোসেন সোহান বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম বড় একটি রাজনৈতিক দল। বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে গ্রুপিং থাকবে এটাই স্বাভাবিক তবে আমি আমার জাতীয়তাবাদী ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলবো আমাদের প্রানপ্রিয় নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ও নিশি রাতের অবৈধ সরকারকে হটাতে বাংলাদেশের মানুষ যেরকম ভাবে আন্দোলন সংগ্রামে নেমেছে গ্রুপিং ভুলে গিয়ে আপনারাও ঠিক এভাবে আন্দোলন সংগ্রামে অংশ গ্রহন করবেন বলে আমরা আশা রাখি। তিনি আরো বলেন, সারা বাংলাদেশের সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার সুসময় চলে এসেছে এজন্যই আমাদের নেতা জনাব তারেক রহমান তারুণ্যের সমাবেশের ডাক দিয়েছেন। এখন শুধু এই তারুণ্যের সমাবেশ সরকার পতনের আন্দোলন করে বিএনপির ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। মাগুরা জেলা বা খুলনা বিভাগীয় ও কেন্দ্রীয় যেকোনো সমাবেশে শ্রীপুর উপজেলার নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আমি চাই মাগুরা ও শ্রীপুরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মিরা একত্রিত হয়ে খুলনা বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে ও সরকার পতনের সকল আন্দোলন সংগ্রামে অংশ গ্রহন করবেন।
উল্লেখ্য, কেন্দ্রীয় যুবদলের নেতা আলমগীর হোসেন সোহান ঈদ পরবর্তী সময়ে মাগুরা ও শ্রীপুরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতা কর্মীদের সাথে সাক্ষাৎ করার জন্য ঝটিকা সফর করছেন।
মাগুরা জেলা প্রতিনিধি
মোঃ সাকিব খান
০১৭৫১০৫৩০৮১