আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃজাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ পিপিএম, মহোদয়ের বিশেষ নির্দেশনায় প্রতিদিনের ন্যায় ইং ১৭/০৭/২০২৩ তারিখ বিরল থানা পুলিশ ছিনতাই প্রতিরোধকল্পে মোটরাসাইকেল যোগে কাঞ্চন মোড় হইতে বোচাগঞ্জগামী পাকা রাস্তায় সন্ধ্যাকালীন টহল ডিউটি করাকালীন বিরল থানাধীন ৩নং ধামাইর ইউনিয়নের অন্তর্গত বাজনাহার গ্রামস্থ তন্ময় ইটভাটার সামানে দিনাজপুর হইতে বোচাগঞ্জগামী পাকা রাস্তার উপর হইতে ০২জন ছিনতাইকারী ১। মোঃ ফজলে রাব্বি (২৭), পিতা- মোঃ আনিছুর রহমান, সাং সুইহারী মাঝাডাঙ্গা, ২। মোঃ মামুনুর রশিদ @ মামুন (২৬), পিতা- মোঃ আতিয়ার রহমান, সাং লালবাগ, উভয় থানা- কোতয়ালী, জেলা-দিনাজপুরদ্বয়কে হাতে নাতে গ্রেফতার করা হয় এবং ছিনতাই কাজে ব্যবহৃত তাদের হেফাজত হইতে (১) একটি দেশীয় তৈরী অস্ত্র ধারালো ছোরা, যাহা ০১টি হালকা নীল (নেভী ব্ল) রংয়ের ফুলের প্রিন্টের সুতি কাপড়দ্বারা প্যাচানো ছিল। (২) একটি benco বাটন মোবাইল ফোন, (৩) একটি ব্যবহৃত ১৫০সিসি সিলভার খয়ারী রংয়ের Suzuki Gixer মোটরসাইকেল উদ্ধার করিয়া তাদের বিরুদ্ধে বিরল থানার মামলা নং- ১১(৭)২০২৩ রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। প্রকাশ থাকে যে, উক্ত ছিনতাইকারীরা কোতয়ালী, বোচাগঞ্জ ও বিরল থানার বিভিন্ন এলাকায় সন্ধ্যার পরর ইজি বাইক/সিএনজির মহিলা যাত্রীদের টাকা, মোবাইল, ভ্যানিটি ব্যাগ ও স্বর্ণালংকার মুহুর্তের মধ্যে অস্ত্রের ভয়ভীতি দেখাইয়া ছিনতাই করিয়া দ্রুত গতিতে পালাইয়া যায়। আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ইতোপূর্বের ৪টি মামলা রহিয়াছে। ছিনতাইকারীদের কবল হইতে রক্ষা পাওয়ার জন্য সকল বিরল বাসীকে জানমাল রক্ষার্থে নিরাপত্তার স্বার্থে গমনাগমনের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইল। সেই সাথে সকলকে তথ্য দিয়ে বিরল থানা পুলিশকে সহায়তা করার জন্য অনুরোধ করা হইল।