আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে ১০ কেজি গাঁজা উদ্ধার সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের হাটহাজারী লিংক রোডস্থ বিএমএ আল্লাহু গেইটের সামনে পাকা রাস্তার উপর থেকে এলটি নাম্বার বিহীন সিএনজি তল্লাশী করে দশ কেজি গাঁজা উদ্ধার সহ যাত্রী সীটে বসে থাকা এক মাদক ব্যবসায়ীকে আটক করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। পরবর্তীতে তল্লাশী চালিয়ে প্লাস্টিকের বস্তার ভিতরে খাকি স্কচটেপ দিয়ে মোড়ানো পাঁচটি পুটলায় মোট ১০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি নাম্বার বিহীন সবুজ রংয়ের সিএনজিয় যার ইঞ্জিন নং- AZXWLH80017, চেসিস নং-MD2A27AX3LWH15906 জব্দ করেছে পুলিশ। আটককৃত আসামী হলেন, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার পূর্ব খুরুশিয়া সন্দীপটিলা এলাকার মৃত শামছুল হকের পুত্র নুরুল আবছার (৪৮)। এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ বলেন, ভাটিয়ারীস্থ হাটহাজারী লিংক রোড হতে ১০ কেজি গাঁজা উদ্ধার সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত একটি নাম্বার বিহীন সিএনজিও জব্দ করা হয়। এই সংক্রান্তে সীতাকুণ্ড মডেল থানার মামলা নং-৩৮ তাং-২৩/০৮/২৩ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(খ)/৩৮ ধারায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।