আজ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ মামুন হোসাইন। পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের সাহিদা বেগম, তার প্রতিবন্ধী স্বামী আব্দুল রব ও ছেলে সন্তান নিয়ে বসবাস করে আসছেন। তাদের বাড়ির পাশে করে কয়েকজন দুই পাশে দেয়াল করে মাছ চাষ করছে। এতে তার পরিবারটি কয়েক মাস ধরে পানিবন্দী হয়ে পড়ে, এ বিষয়ে পরিবারটি জনপ্রতিনিধিদের কাছে গিয়েও কোন সমাধান পাচ্ছিল না। সর্বশেষ বৃহস্পতিবার (২৪ আগষ্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন এর কাছে তার পানিবন্দীর দৃশ্য তুলে ধরেন।
পানিবন্দী ওই অসহায় পরিবারটির অভিযোগে ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন সাথে সাথে সরেজমিনে এসে নিজে দাঁড়িয়ে থেকে দেয়ালের ভিতর থেকে পাইপ দিয়ে পানি নামানোর ব্যবস্থা করেন। এবং ওই জায়গায় পানিবন্দী বন্ধ করে মাছ চাষ ও দেয়াল দেওয়া যাবে না বলে কঠোর নির্দেশনা দেন।