আজ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
পাইকগাছা খুলনা প্রতিনিধি : – খুলনার পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের সিলেমানপুর পুরাতন জামে মসজিদের দানকৃত জমি প্রকাশ্য ডাক ছাড়াই গোপনে সেই জমি ১০ বছরের ইজারা দিয়েছেন মসজিদের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আঃ রশিদ গাজী। কবে কখন ডাক হলো সেটা মসজিদের সাধারণ মুসল্লিরা জানেনা বলে জানান একাধিক নিয়মিত মুসল্লিরা। গোপনে ইজারা বাতিল করে প্রকাশ্যে ডাকে ইজারা দেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিয়েছেন বর্তমান ইজারাদার বেলাল হোসেন। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন কপিলমুনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাওসার আলী জোয়ার্দার কে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন।
মসজিদ কমিটির সভাপতি রফিকুল ইসলাম জানান, জায়গাটির পাশে ক্যানার কাটা আছে। সেই ক্যানাল যে বন্ধ করে দিবে তাকে ইজারা দেয়ার জন্য মসজিদ কমিটির সদস্যরা একমত পোষন করেছেন। তবে ইজারার এখনো লেনদেন হয়নি।
চেয়ারম্যান কওসার আলী জোয়ার্দার জানান, অভিযোগের কাগজ এখনো আমি পাইনি। কাগজটি পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবো।