আজ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা থানার নিয়মিত মাদক নিয়ন্ত্রণ অভিযান চলমান রয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে বাঘা থানা পুলিশের মাদক বিরোধী পৃথক দুইটি অভিযানে ৪১০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আসামীরা হলো, রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোত কাদিরপুর গ্রামের আফসার আলীর ছেলে মোঃ ইসলাম আলী (২৮) ও আতারপারা (চর) গ্রামের আকবর হাওলাদার ছেলে মোঃ সেলিম (৩৫)।
বাঘা থানার পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার পুলিশ সুপার মো: সাইফুর রহমান (পিপিএম) এর দিক নির্দেশনায় বাঘা থানার ওসি (তদন্ত) সবুজ রানার নেতৃত্বে এসআই মেহেদী হাসান ,এসআই আজিজুল হক , এএসআই ছালজার করিম, এএসআই কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ ৪ সেপ্টেম্বর সোমবার রাতে দুইটি পৃথক অভিযান পরিচালনা করে পাকুড়িয়া ইউনিয়নের গোকুলপুর আজগর মালিথার বাড়ির পূর্ব পাশের আম বাগান থেকে মোঃ ইসলাম আলী (২৮) পিতা মোঃ আফসার আলী সাং জোত কাদিরপুর থানা বাঘা কে ২০০ বোতল ভারতীয় আমদানি নিশিদ্ধ ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।
তারই কিছুক্ষণ পর পাকুড়িয়া গ্রামস্থ আমিরুল ইসলাম আমুর বাড়ির পিছনে আম বাগান হতে মোঃ সেলিম (৩৫) পিতা মোঃ আকবর হাওলাদার সাং আতারপারা থানা বাঘা কে ২১০বোতল ভারতীয় আমদানি নিশিদ্ধ ফেন্সিডিল সহ গ্রফতার করা হয়।এ বিষয়ে বাঘা থানার ওসি (তদন্ত) সবুজ রানা বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে চলমান আমাদের নিয়মিত অভিযানে সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আসামিদ্বয়ের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে। আজ (মঙ্গলবার) আসামীদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।