আজ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
এস.এম অলিউল্লাহ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মা ও দুই ছেলের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সৌদি আরবে প্রবাসী শাহ আলমের স্ত্রী জেসি আক্তার (৩৫), তাঁর বড় ছেলে মাহিন (১৪) ও ছোট ছেলে মহিন (৭)।
নিহত শ্বশুড় সুলতান সরকার
যারা আমার দুই নাতি কে জবাই করে হত্য করে করেছে।আমি তাদের ফাঁসি চাই।
নিহত সেজির বাবা আবুল হোসেন বলেন, আমার মিয়ে বিয়ে হয়েছে।কারো সাথে ঝগড়া করেছে আমরা দেখি নাই।যারা এই ঘর্টনার সাথে জড়িত তাদের কে আইনের আওতায় আনা জরুরি। আমার মেয়ে ও ২ নাতি হত্যার বিচার চাই।
প্রতিবেশী শফিকুল ইসলাম বলেন,
গতকাল রাতে যে খুন হয়েছে। এমন ঘট্না দোসীদের শাস্তির আওতায় আনে বিচার করা হোক।এটা নজিরবিহীন ঘর্টনা।
অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, বাড়ির মালিক শাহ আলম সৌদি আরবে প্রবাসী। বাড়িতে তাঁর স্ত্রী ও দুই ছেলে থাকতেন। আজ মঙ্গলবার সকালে কাজের লোক এসে দেখেন বিল্ডিংয়ের গেট লাগানো। অনেক ডাকাডাকি করলেও গেট খুলছিল না কেউ। পরে বাড়ির অন্য লোকদের নিয়ে চেষ্টা করে গেট খুলে সবাই ভেতরে ঢোকেন। ভেতরে গিয়ে দেখেন ঘরের মেঝেতে ও বাথরুমে শাহ আলমের স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে আছে। তবে ঘটনা কখন ঘটেছে,সে ব্যাপারে নিশ্চিত নয় পুলিশ।
তিনি আরও জানান, পুলিশের একাধিক টিম এ ঘটনার রহস্য উদ্ধার করতে ঘটনাস্থলে কাজ শুরু করেছে। বিস্তারিত পরে জানানো হবে।