আজ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ১হাজার পিস ইয়াবাসহ ২জন আটক! <<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>> সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১হাজার পিস ইয়াবাসহ হাজেরা খাতুন(৪০) ও আয়েশা বেগম (২৬) নামের ২ইয়াবা পাচারকারীকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে। সাতকানিয়া উপজেলার ১৬নং সাতকানিয়া সদর ইউনিয়নের ঠাকুরদীঘি বাজার সংলগ্ন হাজী ছগির আহমদ অটো গ্যাস ষ্টেশন এর সামনে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের উপর তল্লাশী চৌকি স্থাপন করে যাত্রীবাহী গাড়ীকে থামিয়ে গাড়ীতে তল্লাশি করে ২৯নভেম্বর মঙ্গলবার রাত ২২.৩০ ঘটিকার সময় মাদক মাদক পাচারকারী হাজেরা ও আয়েশাকে ১হাজার পিস ইয়াবাসহ আটক করা হয় বলে জানা যায়। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমানের সার্বিক তত্ত্বাবধানে ও সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নানের তদারকীতে এএসআই(নিঃ) মোঃ দুলাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ২৯নভেম্বর মঙ্গবার রাত ২২ঃ৩ ০ঘটিকার সময় মাদক পাচারকারী হাজেরা ও আয়েশাকে ১হাজার পিস ইয়াবাসহ আটক করেন যার ওজন হচ্ছে ১০০গ্রাম এবং যার আনুমানিক মূল্য ৩লক্ষ টাকা হবে বলে থানা সূত্রে জানা যায়। আটককৃত ইয়াবা পাচারকারী হাজেরা হচ্ছে কক্সবাজার জেলার কক্সবাজার সদরের পৌরসভা ৩নং ওয়ার্ডের ৩নং গলির ঝাউতলা গাড়ির মাটের পাশেজামাল হোসেন প্রকাশ কামাল হোসেনের স্ত্রী এবং মৃত জহির উদ্দিন প্রকাশ জাফর আলী ও মৃত জোহেরা খাতুনের মেয়ে
এবং ইয়াবা পাচারকারী আয়েশা হচ্ছে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পৌর ৯নং ওয়ার্ড পান খালি ভাঙ্গার মুখের পশ্চিম দিকে গণি সিকদার এলাকার শামিম সাকিবের স্ত্রী এবং মৃত আবুল হাশেম ও হাজেরা খাতুনের মেয়ে বলে জানা যায়। ইয়াবা পাচারকারীদের আটক সংক্রান্ত বিষয়ে তাদের নামে সাতকানিয়া থানায় ৩০নভেম্বর বুধবারের মামলা নং-৩৩, ধারা হচ্ছে-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারনীর ১০(ক) মোতাবেক মামলা রুজু করা হয়। এব্যাপারে আটককৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে সাতকানিয়া থানা সূত্রে জানা যায়।