আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-
সূফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ এর ব্যবস্থাপনায় আন্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী ও মওলা সুলতানপুরী (ক:) ছাত্র যুব পরিষদের সহযোগিতায় পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে ১১ দিন ব্যাপী গাউসুল আজম দস্তগীর (ক:) কনফারেন্স সম্পন্ন হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সমাপনী দিবসে ছদারত করেন দরবারের বর্তমান সাজ্জাদানশীন হযরত শাহছুফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (মা:)। প্রধান মেহমান হিসেবে আখেরী মোনাজাত পরিচালনা করেন দরবারের নায়েবে সাজ্জাদানশীন শাহছুফি মাওলানা মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মা:)। সূফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার জসীম উদ্দিনের সভাপতিত্বে ও আবু তৈয়বের পরিচালনায় উক্ত কনফারেন্সে বিশেষ মেহমান ছিলেন শাহজাদা এস এম গোলাম ফারুক মাইজভান্ডারি, শাহজাদা সৈয়দ শহীদ শাহ আল আমিরী, শাহজাদা হাফেজ সৈয়দ ফয়সাল উদ্দিন রাকিব হাফেজনগরী, শাহজাদা হামদান ইয়াসির, শাহজাদা সৈয়দ তানজীদ হাশেমী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডা: এমদাদুল হাসান। তকরির পেশ করেন শাহসূফি মাওলানা ড. মুফতি সৈয়্যদ মুখতার রেজা মাছুমী সুলতানপুরী, মাওলানা এনাম রেজা আল কাদেরী, মাওলানা সৈয়্যদ আহমদুল হক মাইজভান্ডারী, মাওলানা ইয়াসিন খায়েরী, মাওলানা হাফেজ মো: ফারুক, মাওলানা জয়নাল আবেদীন নয়ন। উপস্থিত ছিলেন নুরুল ইসলাম নুরু, ফজল আহমদ সওদাগর, আমান উল্লাহ আমিরী, ডা: মো: হোসেন, মো: এয়াসিন, কানুন উদ্দিন, হারুনুর রশিদ, নাজিম উদ্দীন, আবু নোমান, ডা: আলমগীর, ইঞ্জিনিয়ার মো: ফারুক, সাকিব উদ্দিন, বেলাল উদ্দিন নয়ন, হেলাল উদ্দিন, নেয়ামত উল্লাহ, আবদুল বায়েছ, রেজাউল প্রমুখ।