আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ মামুন হোসাইন,স্টাফ রিপোর্টার
পটুয়াখালীতে ২০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিস।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালীর উপ পরিদর্শক মো. সোহান এর নেতৃত্বে ১৬ অক্টোবর রাত সাড়ে ৯ টায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পৌর শহরের ৭ নং ওয়ার্ডের বেপারী বাড়ি মাসুদ তালুকদারের ভাড়াটিয়া বাসা হইতে ২০ গ্রাম গাঁজাসহ মো. সোহেল ফকির(২৮) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে আটক মাদক ব্যবসায়ী সোহেল ফকিরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন -২০১৮ এর ৩৬(৫) ধারায় ২০ দিন বিনাশ্রম কারাদন্ড ও ৫’শ টাকা অর্থদন্ডের আদেশ দেন।