আজ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি
অভয়নগরে নাউলীতে ফয়েজা খান শরীফের ৫১ তম বার্ষিক ওরজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টায় উপজেলার নাউলীতে ফয়েজা খান শরীফের ৫১ তম বার্ষিক ওরজ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মিনারা পারীভন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, কাস্টম অফিসার নজীর আহমেদ মল্লিক, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, ইউপি সদস্য হাফিজুর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের দফতর সম্পাদক শাহিন আহমেদ, ক্যাম্পের টু আইসি শামীম, ফয়েজা খান শরীফের সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় ফয়েজা খান শরীফের ৫১ তম বার্ষিক ওরজে তবারকের ব্যবস্থা করা হয়। দোয়া পরিচালনা করেন ফয়েজা খান শরীফের পরিচালক আলহাজ্ব মো. মোমিন উদ্দিন।