আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
দেশজুড়ে চলছে শৈতপ্রবাহ। তীব্র শীতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে হতদরিদ্র মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। এ অবস্থায় দেশব্যাপী গ্রামীণ ব্যাংকের হতদরিদ্র (সংগ্রামী) সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে।
রবিবার (২২ জানুয়ারি) ১১টার সময় গ্রামীণ ব্যাংক পুঠিয়া এরিয়ার শিলমাড়িয়া শাখার উদ্যোগে হতদরিদ্র (সংগ্রামী) সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিতি ছিলেন- পুঠিয়া এরিয়া ম্যানেজার মোঃ মিজানুর রহমান, প্রোগ্রাম অফিসার মোঃ শামসুজ্জোহা, শিলমাড়িয়া শাখার ব্যবস্থাপক মোঃ নুর-ই – হেলাল,সেকেন্ড ম্যানেজার মোঃ গোলাম রাব্বানী ও শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শীতকালীন এসব কম্বল বিতরণ অব্যাহত থাকবে বলে জানান এরিয়া ম্যানেজার মোঃ মিজানুর রহমান।