আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মহিদুল ইসলাম (শাহীন) বটিয়াঘাটা ঃ
আমাদেরকে সোনার দেশের, সোনার মানুষ হতে হবে। এই শ্লোগানকে সামনে রেখে বটিয়াঘাটা সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগ ও সদর ইউনিয়ন ছাত্র লীগের উদ্যোগে নবাগত শিক্ষার্থীদের শেখ রাসেল ভর্তি সহায়তা ডেস্ক ক্যাপ্মাস কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্র লীগ নেতা আবিদ হোসেন হেলাল এর সভাপতিত্বে উদ্বোধন করেন বটিয়াঘাটা উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ আমিরুল মোমেনীন রানা, এসময় উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ অমিতেষ দাশ, বটিয়াঘাটা দলিল লেখক সমিতি সভাপতি ও আ’লীগ নেতা মোঃ আমিনুল ইসলাম অপু, ঝর্নাধারা উপজেলা কমিটির সভাপতি মহিদুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন সুমন, সাংবাদিক আরিফুজ্জামান দুলু, ইমরান হোসেন, অজিত কুমার রায়, এসময় আরএও উপস্থিত ছিলেন ছাত্র লীগের সেতু,টুটুল,সুজন, লিটু,ফজলে,করিম,জাহিদুল,চয়ন,দিমান,রুম্মান,হমিম,আলভি, সজীব, জুবায়ের, শুভজিত, সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন হেলাল হোসেন প্রমুখ। কলেজ ছাত্র লীগের পক্ষ থেকে ফ্রি ফর্ম বিতরণ করা হয়। এবং সকল ছাত্র ছাত্রীদের ছাত্র লীগের পতাকা আসার আহবান জানান।