আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ-
২৭ কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম,এ মতিন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় গেজেট অধি শাখা প্রজ্ঞাপন ০১ জানুয়ারি ২০২৩ইং প্রকাশিত গেজেটে ক্রমিক নং-৮৩ গেজেট নং ৪১৫৯ পান এ উপলক্ষে উলিপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড শাখা সংবর্ধনা প্রদান করেন । সোমবার ২৩ জানুয়ারি ২০২৩ ইং সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উলিপুর উপজেলা কমান্ড শাখা কার্যালয় চত্তরে সংবর্ধনা প্রদান করা হয়েছে । সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এমডি ফয়জার রহমানের সভাপত্তিতে উপস্থিত ছিলেন সাবেক ডিপুটি কমান্ডার রবিউল সামাদ, বীর মুক্তিযোদ্ধা এছাহাক আলী, বীর মুক্তিযোদ্ধা সোলায়মান মেলেটারি, বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম, বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মহাবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোজ্জামেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উলিপুর পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার (মিঠু)সহ ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বীর মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমান্ড ও সদস্যগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই সাবেক কমান্ডার এম,ডি ফয়জার রহমান ও উপস্থিত মুক্তিযোদ্ধাবৃন্দ বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিনকে ফুল দিয়ে বরন করে নেন । সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপকএম,এ মতিন উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের সালাম জানান এবং সকলের সাথে কুশল বিনিময় করেন। সকল মুক্তিযোদ্ধাদের সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনাকরেন।