আজ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
ইমাম হাসান জুয়েল,চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, একটি অপারেশন দল ৯ ফেব্রæয়ারি ২০২৩ ইং তারিখ ৮:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা বাজারের অনিক স্কুলের উত্তর পাশের্ আবু তাহের পলাশ (৫৫), পিতা মৃত ইফাজ উদ্দিন বিশ্বাস এর আমের বাগানের ভিতরে নুরানী মাদ্রাসার পূর্ব পাশে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় জাল রুপি -৭,১৫,০০০ সহ আসামী মোঃ বজলার রহমান বজু (৫৫) (মূল হোতা), পিতা-মৃত জুন্নুর রহমান, মাতা- মোসাঃ সাজেনুর বিবি সাং-মনকষা টোকনা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে হাতে নাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি একজন জাল নোট ব্যবসায়ী। উল্লেখিত এলাকায় তার একটি বৃহদাকার সিন্ডিকেট চক্র রয়েছে যারা প্রধানত মাদক ব্যবসায় এবং চোরাকারবারিদের জালনোট সরবরাহ করে থাকে। এ সংক্রান্ত তথ্য উপাত্তের ভিত্তিতে উক্ত এলাকায় ছায়া তদন্ত করলে চাঞ্চল্যকর এ সিন্ডিকেটের কথা জানা যায়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উক্ত আসামিকে বিপুল পরিমাণ ভারতীয় জাল রুপি সহ আটক করা হয়।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন ।