আজ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. মফিজ নামের এক ট্রাক চালকের সহকারি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত মফিজ ভোলার চরফ্যাশন এলাকার বাসিন্দা বলে জানা যায়।
১০ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৭টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের মিঠার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আরো ৫জন আহত হন।
এব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার এসআই মোহাম্মদ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
নিহত ব্যক্তির মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ।