আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা!
সুমন পল্লব
হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি
বিশ্ব মানবাধিকার দিবস ও বিএনপির অগ্নি-সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি, আগুন দিয়ে মানুষ পোড়ানো, গণপরিবহনে অগ্নি সংযোগের ঘটনায় জড়িত বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাসী ও হুকুমদাতাদের বিচারের দাবিতে হাটহাজারী উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেলের আহ্বানে সাড়া দিয়ে হাটহাজারী ৫ সংসদীয় আসনের আওতাধীন হাটহাজারী উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এবং চট্টগ্রাম মহানগরীর ১নং দক্ষিন পাহাড়তলী ও ২নং জালালাবাদ ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ হাটহাজারী সদরে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। বিকাল ৩টায় বিক্ষোভ মিছিলটি হাটহাজারী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে হাটহাজারী মাদ্রাসা, কাচারী রোড, কলেজ গেট হয়ে বাসস্ট্যান্ড মোড়ে এসে শেষ হলে প্রতিবাদ সভা শুরু হয়৷
সমাবেশে নেতৃবৃন্দ ২০১৩-১৪-১৫ সালে বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাসীদের কর্মকান্ড তুলে ধরেন, তারা বলেন বিএনপি-জামাতের আন্দোলন মানেই পেট্রোল বোমা হামলা, গণপরিবহনে অগ্নি সংযোগ, মানুষ হত্যা আর বর্তমানে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা ব্যর্থ করে দিতে সাধারণ জনগণের প্রতি আহবান জানানো হয়।
অগ্নি সন্ত্রাসের আর্তনাদ” শিরোনামে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগের সদ্য সাবেক উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ রাশেদুল আলম জিসান এবং সঞ্চালনা করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদ্য সাবেক সদস্য এস এম মহিন উদ্দিন।
এতে উপস্থিত ছিলেন মোঃ ইকবাল হোসেন রুবেল, সভাপতি সবুজ পরিবেশ আন্দোলন চট্টগ্রাম উত্তর। শামসুর আলম, দপ্তর সম্পাদক, সেচ্ছাসেবক লীগ হাটহাজারী উপজেলা, মোঃ নাছির সাবেক সাধারণ সম্পাদক পৌরসভা সেচ্ছাসেবক লীগ, আবদুল মান্নান সুমন, উপ-প্রচার সম্পাদক, তারিকুল ইসলাম তানভীর, আবদুল মতিন সহ সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ, আরহাদ হোসেন সদস্য উপজেলা ছাত্রলীগ,মোঃ খোরশেদ সভাপতি ৪নং ওয়ার্ড যুবলীগ, শফিউল আজম সুজন, ইলিয়াস যুবলীগ সংগঠক, মুক্তার,এমদাদ, আবদুর রহমান, মিসকাত, আজিজ, হাবিবুর রহমান, জসিম রানা,মোঃ ইমন ছাত্রলীগ নেতৃবৃন্দ।