আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
কক্সবাজার সদর থানাধীন বাস টার্মিনাল এলাকা থেকে ০১ জন অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব-১৫!
কক্সবাজার প্রতিনিধি,
১০/১২/২২ ইং তারিখে র্যাব-১৫, কক্সবাজার এর ব্যাটালিয়ন সদরে জনৈক নুরুল হক (৬০) অভিযোগ দায়ের করেন যে, তার ছেলে আরিফ উদ্দিন (১৮), পিতা-নুরুল হক, সাং-চেইন্দা খন্দকার পাড়া, ০৮ নং ওয়ার্ড, দক্ষিণ মিঠাছড়ি, থানা-রামু, জেলা-কক্সবাজারকে চেইন্দা অ্যামিউজমেন্ট ক্লাব পার্কে চাকুরীরত অবস্থায় ১০/১২/২০২২ ইং তারিখ সকাল অনুমান ০৮:০০ ঘটিকার সময় অজ্ঞাতনামা ৪/৫ জন লোক মুখে কাপড় দিয়ে চেপে ধরে অপহরণ করতঃ অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে তার মোবাইল নম্বরে ফোন করে জানায় যে, তার ছেলে অপহৃত হয়েছে এবং মুক্তিপণ বাবদ তারা ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা দাবি করে। মুক্তিপণ না দিলে ভিকটিমকে প্রাণে হত্যা করার হুমকিসহ বিভিন্নরকম ভয়ভীতি প্রদান করে। উক্ত অভিযোগের ভিত্তিতে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন সদর গোয়েন্দা কার্যক্রম জোরদার করে এবং অপহৃত ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতার করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে অনুঃ ১৭:২০ ঘটিকায় কক্সবাজার জেলার বাস টার্মিনাল এলাকা হতে বর্ণিত ভিকটিমকে উদ্ধার করা হয়, কিন্তু অপহরণকারীরা পালিয়ে যায়।
ভিকটিমকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা শেষে তাকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।