আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সাতক্ষীরার আলিপুরে গ্রাম ডাক্তারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত!
মোঃ রিয়াজুল ইসলাম (আলম) সাতক্ষীরা, দেবহাটা
সাতক্ষীরা জেলার বাংলাদেশ গ্রাম ডাঃ কল্যাণ সমিতির আলিপুর ইউনিয়ন শাখার আয়োজনে, গ্রাম ডাক্তারদের নিয়ে,এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায়, আলীপুর ইউনিয়নের মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ে, উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণ কর্মশালায় আলিপুর ইউনিয়ন শাখার সভাপতি গ্রাম ডাঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ অহিদুজ্জামানের সঞ্চালনায় কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলার গ্রাম ডাঃ কল্যাণ সমিতির সভাপতি, গ্রাম ডাঃ মাহবুবুর রহমান।বক্তব্যে তিনি চিকিৎসা সেবায় নিয়োজিত গ্রাম ডাক্তাদের উদ্দেশ্যে বলেন, চিকিৎসা সেবায় আরও দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য। চিকিৎসাসেবা হতে জেলার সর্বো প্রকার সাধারণ মানুষ, চিকিৎসা সেবা হতে যাহাতে বঞ্চিত না হয়, অসহায়-দুস্থদের প্রয়োজনে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার আহ্বান জানান।প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ আব্দুল গফফার।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কমিটির সহ সম্পাদক অনির্বার সরকার,পৌর কমিটির সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ আল আমিন, আলিপুর ইউনিয়ন কমিটির সহ সভাপতি গ্রাম ডাঃ আক্তারুল ইসলাম,ভোমরা ইউনিয়ন শাখার সভাপতি নাসির উদ্দিন ও কোষাধ্যাক্ষ গ্রাম ডাঃ শুকুর আলী,কুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি গ্রাম ডাঃ শোকর আলী ও সাধারণ সম্পাদক আবির হোসেন লিয়ন সহ তিন ইউনিয়নের গ্রাম ডাক্তার বৃন্দ উপস্থিত ছিলেন।