আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
ডোমারে জামায়াতে ইসলামীর আমীরকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল!
মো:রিমন চৌধুরী,নীলফামারী:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ডোমার উপজেলা শাখা।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাদ মাগরিব জামায়াতের উপজেলা সেক্রেটারী হাফেজ আব্দুল হক এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ডোমার রেলগেট থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সোনালী ব্যাংকের নিচে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে কর্মসূচী শেষ হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর খন্দকার আহমাদুল হক মানিক, উপজেলা কর্মপরিষদ সদস্য আবু বকর সিদ্দিক, পৌরসভার আমীর মোঃ নুর কামাল সহ উপজেলার বিভিন্ন এলাকার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ আব্দুল হক। এ সময় তিনি অবিলম্বে কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবী করেন।