আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
বটিয়াঘাটার জলমা মাধ্যমিক বিদ্যালয়ে লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভাগ্য নির্ধারণ!
মহিদুল ইসলাম (শাহীন) বটিয়াঘাটা,,,,
বটিয়াঘাটা উপজেলার সরকারি জলমা চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৩ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থীদের চুড়ান্ত ফলাফল বাছাই কল্পে এক সভা মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৃপ্তি রানী বিশ্বাস এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র রায়, যুব উন্নয়ন অফিসার মোঃ আবু বক্কার মোল্লা, সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন, ইমরান হোসেন সুমন, সরকারি জলমা চকরাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক যথাক্রমে রঞ্জন মণ্ডল, গোলাম হাসান শেখ,মৃদুল মণ্ডল, সুকান্ত রায়, লিটন মণ্ডল,আশীষ মণ্ডল এবং অসিত বিশ্বাস প্রমুখ। ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তির জন্য ২৮৯ জন শিক্ষার্থী আবেদন করেন। লটারির মাধ্যমে ১৮০ জনকে নির্ধারণ করা হয়। তার মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ৩ জনকে নেওয়া হয়। অপেক্ষমান তালিকায় রাখা হয় ২৫ জনের নাম। এসময় উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম বলেন, আবেদন করা সকল শিক্ষার্থী আমাদের, তারপরও কোটা অনুযায়ী ১৮০ জনকে লটারির মাধ্যমে নির্ধারন করা হলো এবং অপেক্ষমান রাখা হয়েছে ২৫ জনকে।