আজ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি//
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে সারাদেশে ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষনা দিয়েছে জাতীয় পার্টি।সেই ঘোষণা পেয়ে দিনাজপুর-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী কাজী আব্দুল গফুর মাঠে নেমেছেন।
সেই বিষয়টির জানান দিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি। নিজেকে যোগ্য পার্থী হিসেবে তুলে ধরতে দল গোছানোর কাজ শুরু করেছেন কাজী আব্দুল গফুর।
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী)-এ মনোনয়ন চেয়ে সংবাদ সম্মেলন করেছেন পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজী আব্দুল গফুর।
শনিবার (২৩সেপ্টেম্বর) সকাল ১১টায় ফুলবাড়ীর টাওয়ারের মোড়স্থ হোসেন কমিউনিটি সেন্টারে-এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় পার্টির দিনাজপুর-৫ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশি কাজী আব্দুল গফুর।
লিখিত বক্তব্যে তিনি বলেন,১৯৯০সালে পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় পার্টিতে যোগ দেই।২০০১সালে দলের প্রভাশালি কিছু নেতা দল ত্যাগ করায় নেতা কর্মীরা দিশেহারা হয়ে পড়ে।এই এলাকার তৃণমূলের কর্মীরা অভিভাবকহীন হয়ে পড়লে সবার অনুরোধে কর্মীদেরকে সংগঠিত করি।তৎকালীন মহাসচিব রুহুল আমীন হাওলাদার আমাকে আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি কাউন্সিলের জন্য অনুমোদন দেয়। পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে আমি পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছি।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ৩শত আসনের প্রাথমিক প্রার্থীর তালিকায় নির্বাচিত হই।পরে জোটবদ্ধ নির্বাচন হওয়ায় পার্টির সিদ্ধান্তে নির্বাচন থেকে বিরত থাকি।এতে সন্তুষ্ট হয়ে ২০২০সালে পার্টির চেয়ারম্যান জি.এম কাদের আমাকে কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত করেন।পার্টি যেহেতু দ্বাদশ সংসদ নির্বাচনে
৩শত আসনে প্রার্থী দেয়ার ঘোষণা করেছে। তাই নিজের আগ্রহ এবং রাজনৈতিক কর্মকান্ড তুলে ধরতেই এই সংবাদ সম্মেলন বলে জানান তিনি।এসময় দিনাজপুর-৫ তথা(পার্বতীপুর- ফুলবাড়ী)’র বিভিন্ন অবহেলিত রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের আগ্রহ প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলওয়ে জাতীয় শ্রমিক পার্টির আইন বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, পার্বতীপর উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মার্শাল এম আনছারুল আজাদ,জাপা নেতা রজব আলী,হান্নান সরকার,টিপু মুন্সি, সাংগঠনিক সম্পাদক নমির উদ্দিন,ফুলবাড়ী উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি মকবুল হোসেন ও জাতীয় ছাত্র সমাজ পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি জীবন পাল সহ তৃণমূলের নেতা কর্মীরা।