আজ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মনির উদ্দিন মুন্না
খাগড়াছড়ি প্রতিনিধি ::
উৎসব মুখোর পরিবেশে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা,পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেককাটা ও আলোচনা সভা আয়োজনে মধ্য দিয়ে খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে খাগড়াছড়ির নারিকেল বাগানস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে সকালে জাতীয় সঙ্গিতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে নেতাকর্মীদের বর্ণাঢ্য একটি আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শাপলা চত্বর মুক্ত মঞ্চে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। পরে নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার
কেক কাটেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে চলছে। তখনেই ষড়যন্ত্র করে চলমান উন্নয়ন থামিয়ে দিতে উঠে পড়ে লেগেছে ষড়যন্ত্রকারীরা। শেখ হাসিনার হাতে এই দেশ নিরাপদ উল্লেখ করে তিনি আবারো নৌকাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানিয়ে বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন।
এতে নেতৃত্ব দেন- খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু,
উপস্থিত ছিলেন – খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন খান,যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এড.আশুতোষ চাকমা,এম এ জব্বার,সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খোকনেশ্বর ত্রিপুরা,পাজেপ সদস্য নিলোৎপল খীসা,ক্যজরী মারমা,খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম,পাজেপ সদস্য ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শতরূপা চাকমা, জেলা পরিষদ সদস্য ও মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনা আক্তার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শওকত উল ইসলাম,দপ্তর সম্পাদক চন্দন কুমার দে,উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম,সদস্য শামীম চৌধুরী,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাস, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন,কৃষক লীগের সভাপতি পিন্টু ভট্টাচার্য,শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হেলাল সহ জেলা আওয়ামীলীগের ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।