আজ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে ভ্রাম্যমান আদালতে দুই জেলেকে একবছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার(২০অক্টোবর) সকাল ৭টায় উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে সুগন্ধা নদী সংলগ্ন অনুরাগ থেকে তাদের আটক করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকার আবুল হোসেনের ছেলে ফজলে রাব্বি(২৮) ও বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার শাকবুনিয়া এলাকার মো. হেয়ামেত মোল্লার ছেলে মো.রফিকুল ইসলাম(৩০)।
এসময় তাদের কাছ থেকে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও চার কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ ইয়াতিমখানায় বিতরন করা হয়েছে এবং জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা রমনি কুমার মিস্ত্রি।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। তিনি বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের কোন ছাড় দেয়া হবে না। মৎস্য সংরক্ষন-১৯৮৫এর বিধিমালা অনুযায়ী তাদের দুজনকে একবছর করে জেল প্রদান করা হয়েছে।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রিপনক্রান্তি ঘোস বলেন আমাদের ঝালকাঠি জেলার মা ইলিশ রক্ষার অভিযানে চার উপজেলায় ২৪ ঘন্টা বিভিন্ন নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে আসছি।
বেশিরভাগ মৌসুমী জেলেরা মা ইলিশ হত্যা করছে ।
আমাদের জেলায় শুক্রবার ২০ শে অক্টোবর পর্যন্ত মোট ৫০টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ১১৩ টি অভিযানে ৭৬ কেজি ৫০০গ্রাম মা ইলিশ ও ১৭ লক্ষ ৫ হাজার ৭শত মিটার জাল জব্দ করা হয়েছে।যার বাজার মূল্য ৩৫ লক্ষ ৮৪ হাজার টাকা ।
৬ জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালতে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে ও ১১হাজার টাকা জরিমানা করা হয়েছে।