আজ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা), নড়াইল জেলার লোহাগড়ায় দোকানের পাওনা টাকা পরিশোধ করতে না পারায় এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় তিন ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর ইউনিট। গত ২১ নভেম্বর রাতে নড়াইল জেলার মিঠাপুর বাজার থেকে তাদেরকে গ্রেফতার করে পিবিআই। গ্রেফতারকৃতরা হলো বাবু মোল্লা, রাসেল মোল্লা ও রাব্বি।
পিবিআই অফিস সূত্রে জানা যায়, নড়াইল জেলার মিঠাপুর বাজারে বাবু মোল্যার দোকান থেকে এক গৃহবধূ বাকিতে মালামাল ক্রয় করতো। মালামাল ক্রয়ের একপর্যায় দোকানে দেড় হাজার টাকা বাকি হয়ে যায়। পরবর্তীতে দোকানের টাকা পরিশোধ করতে না পারলে গত ২৭ জুলাই রাতে দোকান মালিক বাবু ওই গৃহবধূর বাড়িতে পাওনা টাকা আদায়ের জন্য যায়। ওইসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে দোকান মালিক বাবু ওই গৃহবধূকে জোর পূর্বক ধর্ষণ করে। গৃহবধূর ডাক চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। কিন্তু বিষয়টি এলাকায় জানাজানি হলে গৃহবধূর শাশুড়ি স্থানীয় মেম্বার রাসেল মোল্যার কাছে বলেন এবং ধর্ষণের বিষয়ে থানায় অভিযোগ করতে চায়। তখন রাসেল মোল্যা বাদীর শাশুড়িকে থানায় অভিযোগ করতে নিষেধ করে এবং বাবুকে ২০’হাজার টাকা জরিমানা করে। ধর্ষক বাবু জরিমানার ৭৪,হাজার টাকা মেম্বার রাসেল মোল্যার কাছে দেয়। উক্ত জরিমানার টাকা হতে রাসেল মোল্যা গৃহবধূকে ৫০’হাজার টাকা দেয়। পরবর্তীতে গত ৪ আগস্ট সকালে রাসেল মোল্যা গৃহবধূকে ফোন করে জরিমানার বাকি টাকা নেওয়ার জন্য চাকুলিয়া হাট মিঠাপুর গ্রামের বলাডাঙ্গা ব্রীজের নিকট আসতে বলে।রাসেল মোল্যার কথামতো গৃহবধূ সেখানে পৌঁছালে রাসেল মোল্যা ও রাব্বি মোটরসাইকেলেযোগে নড়াইল শহরে একটি অজ্ঞাত বাড়ীতে নিয়ে যায়। ওইদিন রাতে রাসেল মোল্যা গৃহবধূকে ধর্ষণ করে এবং পরেরদিন গত ৫ আগস্ট ভোরে রাব্বি ওই গৃহবধূকে ধর্ষণ করে। পরবর্তীতে ঘটনার বিষয়ে গৃহবধূ যশোর পিবিআই কার্যালয়ে হাজির হয়ে পুলিশ সুপার এর নিকট লিখিত অভিযোগ করেন। পুলিশ সুপার মহোদয় পুলিশ পরিদর্শক আজিজুল হককে বিষয়টি ছায়া তদন্তের নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক বাদীর লিখিত অভিযোগটি তদন্তকালে আসামিদের বিরুদ্ধে আমলযোগ্য অপরাধের সাথে জড়িত থাকার সত্যতা পাওয়া গেলে বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজ পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার এর সঠিক তত্তাবধান ও দিক নির্দেশনায়, পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন এর নেতৃত্তে পুলিশ পরিদর্শক আজিজুল হক সঙ্গীয় এসআই সঞ্জয় বিশ্বাস, এসআই সৈয়দ রবিউল আলম পলাশসহ চৌকস দল কর্তৃক তদন্তকালীন সময়ে ২১ নভেম্বর রাতে বাবু মোল্লা, রাব্বি ও রাসেল মোল্যাকে মিঠাপুর হাট বাজারে বাবু মোল্যার চায়ের দোকান থেকে গ্রেফতার করে।
পরবর্তীতে ওই গৃহবধূ নিজে বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে লোহাগড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। থানার মামলা নং-৩০।
উক্ত মামলার তদন্তকারী অফিসার আজিজুল হকের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু মোল্লা গৃহবধূর বাড়িতে পাওনা টাকা আনতে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের কথা স্বীকার করেন এবং রাব্বি ও রাসেল মোল্যা জরিমানার টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করার কথা স্বীকার করেন।
এ ব্যাপারে পিবিআই যশোর জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, পাওনা টাকা দিতে না পারায় গৃহবধূকে ধর্ষণের ঘটনায় তিন ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বুধবার (২২ নভেম্বর) নড়াইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।