আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি
যশোরের সদর উপজেলার বসুন্দিয়ায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলীকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় যশোর শহরের লাল দিঘির পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, অসংখ্য ছাত্রীকে নিজের অফিস কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন বলে অভিযোগ রয়েছে, ওই শিক্ষকের বিরুদ্ধে। তাদের মধ্যে ভুক্তভোগী এক ছাত্রীর পিতা প্রথমে প্রতিষ্ঠানের সভাপতির কাছে অভিযোগ করে। কোন বিচার না পেয়ে পরে থানা, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা, পুলিশ সুপার, জেলা প্রশাসক, মহাপরিচালক মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এমনকি মন্ত্রনালয়েও অভিযোগ করেন। শেষ পর্যন্ত আদালতে মামলা করেছিলেন। ওই মামলাটি আদালতের নির্দেশে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়। আদালত গ্রেফতারি পরোয়ানা জারী করে। বুধবার সন্ধ্যায় কোতোয়ালি থানার এএসআই তৌহিদুল ইসলাম যশোর শহরের লাল দিঘিরপাড় থেকে তাকে আটক করে। এবিষয়ে কোতোয়ালি মডেল থানার এএসআই তৌহিদুল ইসলাম জানান, ছাত্রী যৌন হয়রানির মামলায় তাকে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে নিয়মিত মামলা চলমান থাকায় আটককৃত শিক্ষককে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।