আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
চট্টগ্রাম প্রতিনিধি,
*কোতোয়ালি থানার অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ ০৬ জুয়াড়ি আটক*
অদ্য ২৯/১২/২০২৩ খ্রিঃ রাত২৩.৪০ ঘটিকার সময় নগরীর কোতোয়ালি থানার এসআই নয়ন বড়ুয়া এর নেতৃত্বে গঠিত একটি অভিযানিক টিম কোতোয়ালি থানাধীন নিউ মার্কেট, দোস্ত বিল্ডিং ৩য়তলা,শিল্পী একাডেমীর কক্ষের ভিতর অভিযান পরিচালনা করে জুয়া খেলারত অবস্থায় ১) মোঃ শাহজাহান(৫৫), ২) মোঃ জাহাঙ্গীর আলম(৩৭), ৩) মইন উদ্দিন(৪২), ৪) মোঃ জাকির(৪৮), ৫) এসএম শাহ আলম(৬০), ৬) মোঃ সেলিম(৪২)দের গ্রেফতার করেন। ঐসময় তাদের হেফাজত হতে বান্ডেল তাস ও নগদ টাকা জব্দ করা হয়।
আটককৃতদের সিএমপি কোতোয়ালি থানার নন- এফআইআর প্রসিকিউশন মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।