আজ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : – খুলনার পাইকগাছার লতার ইউনিয়নের নড়ানদীতে অতিরিক্ত পানি বৃদ্ধি পাওয়ায় রেখামারি গ্রামের ওয়াপদা পিচের রাস্তা ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। লাখ লাখ টাকার মাছ ও ফসলী জমির ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে প্রায় আড়াই ‘শ বিঘা জমির আমন ফসল। স্বেচ্ছাশ্রমে বাঁধ সংস্কারব করার চেষ্টা চলছে।
স্থানীয় ইব্রাহিম গাজী জানান, নদীতে অতিরিক্ত পানি বৃদ্ধি ও অতি বর্ষনের ফলে নড়া নদীর তীরবর্তী রেখামারি নামক স্থানের দুর্বল ওয়াপদার পিচের রাস্তাটি ভেঙ্গে যায়। রাস্তাটির ভাঙ্গন স্থানে দীর্ঘদিন একটা বড় গর্ত বা গোগা ছিল।
শনিবার রাত আনুমানিক ১২ টার দিকে সেখানে ভাঙ্গন দেখা দেয়। নদীতে জোয়ারের পানি বৃদ্ধি ও অতি বর্ষনে প্রায় ২০-৩০ হাত এলাকা ভেঙ্গে যায়। উপজেলার ২০ নং পোল্ডারের লতা ইউনিয়নের হানি-মুনকিয়া মৌজা অবস্থিত রেখামারী গ্রাম। ভেসে গেছে অসংখ্য চিংড়ী ঘের ও ফসলের জমি। ক্ষতি গ্রস্থ হয়েছে ৪/৫ টি বসত বাড়ী। ১১ টি গ্রামের লোকেরা চরম আতংকিত হয়ে পড়ে।
সকালে নদীতে ভাটা লাগলে পানি কমতে শুরু করলে শত শত গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের কাজে ঝাপিয়ে পড়ে। রিপোর্ট লেখা পর্যন্ত সংস্কারের কাজ অব্যাহত রয়েছে।