আজ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-
দক্ষিণ চট্টগ্রামে সাবেক সদর মহকুমা
পটিয়ায় নকল, ভেজাল, আনরেজিষ্ট্রাট ওষুধ , মেয়াদ উত্তীর্ণ ওষুধ প্রতিরোধ এবং এন্টিবায়োটিক যৌক্তিক ব্যবহার ও জনসচেতনতামুলক ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান বাংলাদেশ কেমিস্ট এন্ড ডাগিষ্ট সমিতির পটিয়া উপজেলা জনসচেতনতামূলক সভা ১৯ শে অক্টোবর শনিবার দুপুরে ফ্যামিলি কিচেনে কেমিস্ট এন্ড ডাগিষ্ট সমিতির সভাপতি আবদুর রাজ্জাকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জয়দেব বড়ুয়ার সঞ্চলনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্রণালয় সহ-সহকারী পরিচালক এস. এম. সুলতানুল আরেফিন,বিশেষ অতিথি ছিলেন, ঔষধ তত্ত্বাবধায়ক, ওষুধ প্রশাসন,অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় এর মোহাম্মদ ফজলুল হক,মুখ্য আলোচক কেমিস্ট এন্ড ডাগিষ্ট সমিতির দক্ষিণ জেলার সি: সহ সভাপতি মোহাম্মদ নুরুল গনি,
বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম, অলক দাশ, মোহাম্মদ ফোরকান,শেখ মোহাম্মদ, মুকুল দেব বড়ুয়া, মোহাম্মদ মিন্টু, অলক চক্রবর্তী, নয়ন, সুজন, পটিয়া গ্রাম ডাক্তার সমিতির সভাপতি খোরশেদ আলম সাধারণ সম্পাদক সঞ্জয় সেন সহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক ফার্মেসি মালিকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে দিদারুল আলম সহ অনেক কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।