আজ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:-
জাতীয় শ্রমিক পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যােগে
(২৩ অক্টোবর বুধবার) দুপুরে উপজেলা দিবসের আলোচনা সভা ফেমেলি কিচেন রেস্তোরাঁয় চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শাহ আলম কন্টাক্টতার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ জেলার সদস্য সচিব আলহাজ্ব নুরুল ইসলাম কমিশনার, বিশেষ অতিথি জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য মোস্তাক আহমদ, প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফয়জুল কবির চৌধুরী (টিটু),
বক্তব্য রাখেন, মনির আহমদ চেয়ারম্যান, ফরিদ আহমদ চৌধুরী, সহ সভাপতি তাপস (বড়ুয়া), নাজিম উদ্দীন (নাসু) নাছির উদ্দীন, নুরুল ইসলাম, দিদারুল আলম, শ্রী রঞ্জন ধর, রাজিব চৌধুরী (রাজু), ঝন্টু দে, সৈয়দুল আরেফিন (প্রান্ত), মোহাম্মদ আবছার, কাজী আমির উদ্দীন, আবদুস সাত্তার, ইউসুফ, মোরশেদ, সিরাজুল ইসলাম, মিলন দে, নুরুল ইসলাম গান্ধী প্রমুখ।
প্রধান অতিথি’র বক্তব্যে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম বলেন, উপজেলা পদ্ধতি প্রবর্তন জন্য সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ স্বাধীনতার স্বাদ ও গণতন্ত্রের সুফল এ দেশের বৃহত্তর মেহনতি কৃষকের দ্বারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রশাসন বিকেন্দ্রীকরণে উপজেলা পদ্ধতি প্রবর্তন করেন। যাহা জাতীয় পার্টির এরশাদ সরকারের একটি বৈপ্লবিক পদক্ষেপ। ব্রিটিশ ঔপনিবেশিক শাসক গোষ্ঠী তাদের সাম্রাজ্যবাদী লুণ্ঠনের স্বার্থে এ দেশে পুলিশি শাসন ব্যবস্থা কায়েম করেছিল প্রায় ২০০ বছর আগে। থানা থেকে উপজেলা শুধুই কেবল নামের পরিবর্তন হয়।
উপজেলাকে কেন্দ্র করে ব্যাপক কর্মকাণ্ডের সুবাদে রাজধানী ঢাকা থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়িরা গ্রামে আসেন, তাই সাধারণ জনগণ জাতীয় পার্টিকে ভালোবাসেন, এ জন্য জাতীয় পার্টি এরশাদের ৯ বছর শাসন আমল ছিল উন্নয়নের স্বর্ণযুগ, বর্তমানে দেশ ও জনগণের স্বার্থে আগামীতে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনার আহবান জানান।