আজ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ মামুন হোসাইন,স্টাফ রিপোর্টার
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের দাবীতে পটুয়াখালীতে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ।
মঙ্গলবার সন্ধারাতে শহরের নতুনবাজার দলীয় কার্যালয়ের সামনে থেকে মশাল হাতে বিক্ষোভ মিছিল শুরু করে পটুয়াখালী প্রেসক্লাবের সামনের সড়ক হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় লঞ্চঘাট চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. নজরুল ইসলাম লিটু, সদস্য সচিব মো. শাহ আলম শিকদার, যুগ্ম সদস্য সচিব আবু সাঈদ, সদর উপজেলা পরিষদের আহবায়ক আবুল কাসেম শাহিন, সদস্য সচিব আব্দুল কাইউম, জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম নিরব, জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সালমান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি ফারুক হাওলাদার, সাধারণ সম্পাদক রিয়াজ হাওলাদার প্রমুখ।
এ সময় বক্তারা অবিলম্ভে ফ্যাসিস্ট হাসিনা সরকারের নিয়োজিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ দাবী করেন।