আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ শাহ আলম ভূঁইয়াঃ
শাহরাস্তির টামটা উত্তর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আমীর মাওলানা মুফতি হেদায়াত উল্যাহ এর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
১ লা নভেম্বর শুক্রবার ইউনিয়নের সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলামের সঞ্চালনায় টামটা উত্তর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন বলশিদ আকুব আলী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে শুরু হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটোয়ারী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, জামায়াত মনোনীত চাঁদপুর-০৫ আসনের এমপি পদ প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলা আমীর মোস্তফা কামাল, নায়েবে আমীর বাদশাহ ফয়সাল, উপজেলা সেক্রেটারি মাওলানা মাইনুদ্দীন, উপজেলা মিডিয়া বিভাগের সভাপতি শাহ আলম ভূঁইয়া। ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্বের স্কুল ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক ছাত্রনেতা মোঃ দাউদ খান।
এছাড়াও উপস্থিতি ছিলেন টামটা উত্তর ইউনিয়ন সেক্রেটারি জাকির হোসেন বিএসসি,উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম, টামটা উত্তর ছাত্রশিবিরের সভাপতি আরিফ হোসেন, টামটা দক্ষিন জামায়াতের আমীর মনজুর হোসাইন, মেহের উত্তর জামায়াত আমীর হাফেজ আনোয়ার হোসাইন সহ জামায়াত শিবিরের টামটা উত্তর ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথি বলেন ছাত্র-জনতার বিপ্লবের পূর্বে ফ্যাসিস্ট আওয়ামি সৈরাচার সরকারের ইতিহাস খুন গুম ও দূর্নীতির ইতিহাস।চাঁদাবাজী লুটতরাজের ইতিহাস।স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু জনগনের ভাগ্যের পরিবর্তন হয়নি তাই কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। সচিবালয় থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে থাকা আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনার জন্য অন্তবর্তীকালীন সরকারকে আহবান জানান।