আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মধুপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মমধুপুর উপজেলার রানিয়াদ গ্রামের মোঃ ইউনুছ আলীর ছেলে মোঃ রমজান আলী বয়স ১০ বৎসর রবিবার (১৫ জানুয়ারী)থেকে নিখোঁজ। তার গায়ের রং ফর্সা উচ্চতা আনুমানিক সাড়ে চার ফিট মুখ মন্ডল গোলাকার। নিখোজের সময় তার পড়নে ছিল পায়জামা গায়ে ছিল গেন্জি। সাথে একটি লাল রংগের শপিং ব্যাগে ছিল লুঙ্গি,শীতের কাপড়,টুপি।
তার পিতা ইউনুছ আলী জানান, গত রবিবার তাদের নিজ বাড়ী রানিয়াদ হতে তার নানীবাড়ী আকাশী সেওড়াতলার উদ্দেশে বের হয়। তার পর হতেই তাকে খুজে পাওয়া যাচ্ছে না। সে তার নানার বাড়ীর কাছেই সেওড়াতলা নুরানী মাদ্রাসার হেফজাখানায় লেখাপড়া করত। ছুটি নিয়ে বাড়ীতে যায় ছুটি শেষে নানার বাড়ীর উদ্দেশে আসে। কিন্ত সে নানার বাড়ীতে না এসে কোথায় যেন চলে গেছে। অনেক খোজা খুজির পরও তাকে পাওয়া যাচ্ছেনা। কোন হৃদয়বান ব্যাক্তি তার খোঁজ পেলে তাকে তার নানার বাড়ী অথবা তার পিতা ইউনুছ আলীর সাথে যোগাযোগ করবেন। তার পিতা ইউনুছে আলীর মোবাইল নং-০১৭৭৭৪৮৪৬৭৯ এনাম্বারে যোগাযোগ করার জন্য তার পিতা অনুরোধ জানিয়েছেন।