আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে ১০ দিন করে বিনাশ্রম কারদণ্ড প্রদান করা হয়েছে।
০২ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে সাতকানিয়ার পশ্চিম ঢেমশা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মনছুর উদ্দিন (২৭) ও খোরশেদ আলম (৩৫)।
এব্যাপারে সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, অবৈধভাবে কৃষি জমির মাটি (টপসয়েল) কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ২ জনকে ১০দিন করে বিনাশ্রম কারদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্য, আনসার সদস্য এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা।