আজ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-
চট্টগ্রামের পটিয়া উপজেলার পুর্ব হাইদগাও ডুয়ারপাড়া কৃষি জমি দখলের চেষ্টা অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ঐ এলাকা মৃত কমল মিয়ার পুএ মাে কুতুব উদ্দিন বাদী হয়ে (ডুয়ারপাড়ার) আহমেদ নবী পুএ মােরশেদ আলম (৫০)সহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নামা ৪/৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
থানার দায়েরকৃত অভিযোগ সুএে জানাযায়,গত ২ ফেব্রুয়ারী সকাল ১০ টায় এবং ৫ ফেব্রুয়ারী সকাল ৯ টায় মোরশেদ আলমের নেতৃত্বে প্রতিপক্ষরা হাইদর্গাও মৌজার আরএস ৩৯৬নং খতিয়ানের দাগ নং- ১২১০৩, বিএস ৭৩নং খতিয়ানের দাগ নং-১৬৪৯১, বিএস নামজারী খতিয়ান নং- ১৩৯১১, তফসিলাক্ত জায়গায় স্থিত চিহ্নিতকরণ পাকা পিলার উপড়াইয়া ফেলে। বিষয়টি কুতুব উদ্দিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের মধ্যস্থতায় বৈঠক বসিলেও বিবাদীগণ কাহারাে কথা না মানিয়া ধরাকে স্বরাজ্ঞান করে বিবাদীগণ তফসিলোক্ত জায়গা জবর দখলের উদ্দেশ্যে তথায় ট্রাক্টর দ্বারা চাষাবাদের কাজ করতে থাকে । এতে কুতুব উদ্দিন এ বিষয়ে জায়গার অন্যান্য শরিকদারগণ দ্রুত তফসিলভূক্ত জায়গায় যাইয়া বিবাদীদেরকে বাধাপ্রদান করিলে বিবাদীগণ কুতুবউদ্দিন কে হুমকি দিয়া বলে যে, জায়গা নিয়া বেশি বাড়াবাড়ি করিলে এর পরিণাম ভাল হইবে না। বিষযটি কুতুবউদ্দিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সহিত আলোচনা করিয়া তাহাদের পরামর্শক্রিমে থানায় আসিয়া গিয়ে অভিযােগ দায়ে করেন বলে জানান। এছাড়াও কুতুবউদ্দিন আশংকা যেকোন সময় যেকোন মুহৃর্তে দাঙ্গা-হাঙ্গামাসহ আইন শৃঙ্খলা অবনতি কিংবা শান্তি ভঙ্গের বিদ্যমান রয়েছে বলে দাবি করেন। বর্তমানে প্রতিপক্ষের হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন কুতুব উদ্দিন এর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। সে এ ব্যাপারে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার ও হাইদগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম জানান এ সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।