আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রবাসীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন – শেখ মহাবুল হোসেন রাজীব!
গোলাম কিবরিয়া পলাশ ময়মনসিংহঃ
প্রবাসীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতির শক্ত ভিত্তি তৈরি করেছে। বর্তমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে সৃষ্ট পরিস্থিতিতে যথাযথ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের পাশে দাঁড়াতে হবে। প্রবাসীদের সুবিধায় বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগকে জানতে হবে এবং সরকার যে সুবিধা প্রবাসীদের দিয়েছে তা গ্রহণ করতে হবে।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সর্বপ্রথম বৃহৎ সংঘটন” প্রবাসী পরিবার মানবিক সংগঠনের” সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব এইসব কথা বলেন।
বুধবার (৭ ডিসেম্বর) সকালে ফুলবাড়িয়া প্রবাসী পরিবার মানবিক সংগঠনের আয়োজনে, ফুলবাড়িয়া পুরাতন গরুহাটা মায়ের দোয়া ভিলায়, এই মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের প্রধান উপদেষ্টা সেলিমা বেগম সালমা। সঞ্চালনায় সমাজ সেবক আব্দুল আমীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সময় টিভির ময়মনসিংহ ব্যুরো প্রধান সাদিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম,সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ রুহুল আমীন।
বক্তব্যে রাখেন সাংবাদিক নুরুল ইসলাম খান, সংগঠনের কোষাধ্যক্ষ আমিরুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন,রফিকুল ইসলাম, নাজমুল হোসেন, স্বেচ্ছাসেবক সোহাগ রানা প্রমুখ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান ও এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। মোনাজাত পরিচালনা করেন আশরাফ আলী।