আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সোনারগাঁওয়ে মেঘনা টোলপ্লাজা এলাকায় হাইওয়ে পুলিশের চেকপোস্ট!
মোঃ তানভীর, সোনারগাঁও প্রতিনিধি ঃ-
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা টোলপ্লাজা এলাকায় হাইওয়ে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। বুধবার সকাল থেকে চেকপোস্টে বিভিন্ন যানবাহন থামিয়ে যানবাহন ও যাত্রীদের তল্লাশি করছে পুলিশ।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কে ঢাকাগামী চলাচলরত কোনো ব্যক্তির আচরণ কিংবা গতিবিধি সন্দেহজনক মনে হলেই তাকে তল্লাশি করছে পুলিশ। এছাড়া প্রাইভেটকার, সিএনজি, রিকশাসহ দূরপাল্লার বাসগুলোকে থামিয়ে ভালো করে তল্লাশি করা হচ্ছে। তবে তল্লাশি করে সকাল থেকে এখনো পর্যন্ত কিছু পায়নি পুলিশ।
সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁও নিউজকে জানান, কেন্দ্রীয় বিএনপির ঢাকা মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ নেতাকর্মীকে ঢাকা যোগদানে বাধা দিতে টোল প্লাজার সামনে চেক পোস্ট বসিয়ে হয়রানী করছে। শুধুমাত্র বিএনপির নেতাকর্মীদের জন্যই এ চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়াও পুলিশ বাড়ি বাড়ি গিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি আবুল কাশেম জানান, হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকার ঢাকামূখী লেনে চেকপোস্ট বসানো হয়েছে। কোনো যানবাহনে অবৈধ মালামাল থাকতে পারে কিংবা অস্ত্র থাকতে পারে তাই সকাল থেকে তল্লাশি চলছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, চেকপোস্ট বসানো নতুন কিছু না। নিরাপত্তা জোরদারের জন্য মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। সম্প্রতি আদালত চত্বর থেকে জঙ্গি পালিয়েছে। পাশাপাশি বিজয় দিবস, থার্টি ফার্স্ট নাইটসহ কিছু গুরুত্বপূর্ণ ইভেন্ট এ মাসে রয়েছে। যেকোনো ইভেন্ট থাকলেই আমরা নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার জন্য চেকপোস্ট বসিয়ে থাকি।
তিনি আরো বলেন, কেউ যদি নাশকতার পরিকল্পনা করে তাহলে তো পুলিশের তল্লাশিকে ভয় পাবেই। নির্দিষ্ট করে কোনো গাড়ি থেকে যাত্রী নামিয়ে দিচ্ছি কিংবা গাড়ি ফেরত পাঠিয়ে দিচ্ছি এমন কিছু তো হয়নি।