আজ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
“দুর্গাপুরে প্রশাসন কে বৃদ্ধা আংগুল দেখিয়ে পুনরায় অবৈধভাবে পুকুর খনন শুরু”!
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর দুর্গাপুরে আবাদি কৃষি জমির অস্তিত্ব রক্ষায় যেখানে জেলা প্রশাসন কঠোর অবস্থানে সেখানে কিশমত গনকৈড় ইউনিয়নের অবৈধ পুকুর খননকারীরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারো আবাদি কৃষি জমি নষ্ট করে পুকুর খননের জন্যে নানাভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতায়
তারা আজ রাত থেকেই খনন কাজ শুরু করতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায় বন্ধ কৃত খনন কাজ পুনরায় শুরু করার জন্য খননকারীরা সকল প্রস্তুতি নিয়ে খনন স্থানে
অবস্থান করছে। রাতের যে কোনো সময় খনন কাজ শুরু করতে পারে।
দুর্গাপুর উপজেলার কিশমত গনকৈড় ইউনিয়নের বন্ধকৃত ৩টি অবৈধ পুকুর খনন কাজ পুনরায় খননকারীরা চালু করতে না পারে তদমর্মে অবৈধ পুকুর খনননের বিরুদ্ধে জেলা প্রশাসনের চলমান কঠোর অবস্থান অব্যাহত রাখার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের প্রতি এলাকাবাসীর
জোর দাবী।