আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
খাগড়াছড়ি সদর উপজেলা ‘র কমলছড়ি ইউনিয়ন যুবলীগের কাউন্সিল সম্পন্ন!
মনির উদ্দিন মুন্না
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ::
খাগড়াছড়ি জেলার ২নং কমলছড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের কাউন্সিল হয়,বুধবার ১৪ ডিসেম্বর২০২২ইং বিকালে কমলছড়ি ইউনিয়ন পরিষদের হলরুমে কাউন্সিল অনুষ্ঠিত হয়।
থোয়াইসাউ মারমা’র সভাপতিত্বে, মোঃ সাইফুল ইসলাম সরকার’ সঞ্চালনায়,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – খাগড়াছড়ি জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন,
শুভ উদ্বোধক ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন টিটু।
প্রধান অতিথির কেএম ইসমাইল হোসেন বলেন- বর্তমান সরকারের গৃহীত ও বাস্তবায়িত উন্নয়নের সুফল জনগনের দোরগোড়ায় পৌছে দিতে যুবলীগের নেতাকর্মীদের আহবান জানাচ্ছি, ‘বর্তমান সরকারের সময়ে এ অঞ্চলে ব্যাপক উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে, বর্তমান সরকারের সময়ে শিক্ষা-চিকিৎসাসহ বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে।সামনে নির্বাচন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে জননেত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয় করতে হবে।যাদের মধ্যে বঙ্গবন্ধু র আদর্শ আছে তারাই যুবলীগের কমিটিতে আসবে।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ২নং কমলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল চাকমা,২ নংকমলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ইদ্রিস, কমলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাপ্রু মারমা,
বিশেষ অতিথি ছিলেন -জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল রউফ সোহেল,শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক লুৎফর রহমান বাবু সহ ২নং কমলছড়ি ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ রা অংশ নেয়।
দ্বিতীয় অধিবেশনে ইউনিয়ন কাউন্সিল অনুষ্ঠিত হয় সভাপতি পদে শাহাজামান,
সাধারণ সম্পাদক পদে সুইচিং মারমা নিউটন,আগামী ১৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটির করার নির্দেশ দেওয়া হয়।
জেলা যুবলীগের সভাপতি যত্ন ত্রিপুরা’র মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।