আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
ঝালকাঠির নলছিটিতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,মামলা দায়ের!
মাসুমা জাহান,বরিশাল ব্যুরো:
ঝালকাঠির নলছিটিতে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।গতকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে শিশুর মা বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন।
এদিকে থানায় অভিযোগের পর অভিযান চালিয়ে রাজু মৃধা (৩০) নামে অভিযুক্তকে আটক করেছে নলছিটি থানা পুলিশ। রাজু উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের চরষাইটপাকিয়া গ্রামের সুলতান মৃধার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, গত সোমবার বিকেলে তার খালাতো ভাইয়ের সাথে খেলছিল ছিল শিশুটি।এসময় রাজু ধর্ষণের শিকার শিশুটির সাথে খেলতে থাকা খালাতো ভাইকে ১০ টাকা দিয়ে সিগারেট কিনতে দোকানে পাঠায় এবং সেই সুযোগে শিশুটিকে মোবাইলে অশ্লীল ভিডিও দেখায়। শিশুটিকে আরও ভিডিও ও টাকা দেওয়ার কথা বলে পাশের একটি ভবনে নিয়ে ধর্ষন করে।
পরবর্তীতে শিশুটির খালাতো ভাই সিগারেট নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্ত রাজু মৃধা টের পেয়ে শিশুটিকে ৫ টাকা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান জানান, ধর্ষণের অভিযোগে রাজু মৃধাকে আটক করা হয়েছে, তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। তিনি আরও জানান, শিশুটিকে জেলা সদর হাসপাতালে পাঠিয়ে মেডিকেল পরীক্ষার সম্পন্ন করা হয়েছে।