আজ ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ০৯এপ্রিল রবিবার বিকাল ৪,টার দিকে সাতকানিয়া উপজেলার দেওদীঘি বাজার সংলগ্ন মাঠে সাতকানিয়া উপজেলা-পৌরসভা ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বিএনপি’র যৌথ উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও মুক্তি, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সাতকানিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব গোলাম রাসুল মোস্তাক এর সঞ্চালনায় উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আহমদুল হক সিকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, সাতকানিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক জননেতা জামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, সাতকানিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক জননেতা জামাল হোসেন বলেন – ভোটবিহীন অবৈধ এই মাফিয়া সরকারের লজ্জা শরম বলতে কিছুই নেই, এরা দিনের ভোট আগের রাতে চুরি করে, তিনি বলেন আগামী নির্বাচনে আর ১৪, ১৮ এর মতো করতে দেওয়া হবে না, আগামী নির্বাচন হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
তিনি বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করে বলেন, আমাদের বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী সহ সকল রাজবন্দিদের গায়েবী মামলা গুলো প্রত্যাহার করে নিঃশর্তে মুক্তি দিতে হবে। তিনি সাতকানিয়া লোহাগাড়া সহ সকল নেতা কর্মীদেরকে চলমান স্বৈরাচার পতনের আন্দোলনে একতাবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে- চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামাদলের আহবায়ক হাফেজ মাওলানা ফোরকান বলেন সাতকানিয়ায় আপনারা ভাগ্যবান জামাল হোসেন ভাইয়ের মতো পরিচ্ছন্ন ও পরিশ্রমী নেতা পেয়েছেন, তিনি জামাল হোসেনের নেতৃত্বে উপস্থিত সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করার আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন – সাতকানিয়া পৌরসভা বিএনপি’র সদস্য সচিব আবদুর রহিম, যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ রহিম, আবদুর রহিম মেম্বার, হাজী ছামাদ, পৌরসভা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ রফিক উদ্দিন, আনোয়ার হোসেন চৌধুরী, যুগ্ম আহবায়ক সৈয়দ বাহা উদ্দীন বুলু, খাগরিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বিএনপি নেতা এস এম নূরুল হক, উপজেলা বিএনপি’র সদস্য আবুল কালাম, মোস্তাক আহমদ, মোহাম্মদ মোর্শেদ, জিয়াবুল হোসেন চৌধুরী, আবু বক্কর আবু, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ আবছার, চরতী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোহাম্মদ ইউনুস মেম্বার, সদস্য সচিব আবু সৈয়দ চৌধুরী, সদস্য মোহাম্মদ শাহাজাহান, ছগির আহমদ, আমিলাইষ ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মাহাবুব আলম, নলুয়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আবুল কালাম, এওচিয়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক নূরুল ইসলাম বাবুল, সদস্য সচিব মোহাম্মদ আলী, সোনাকানিয়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক কুতুবউদ্দিন, ঢেমশা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোহাম্মদ কামাল উদ্দিন সিকদার, সদস্য সচিব আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ, ছদাহা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মিজানুর রহমান টিপু, সদস্য সচিব মোহাম্মদ লোকমান মেম্বার, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ শাহাজাহান, পৌরসভা বিএনপি নেতা নেজাম উদ্দিন চৌধুরী, মামুনুর রশীদ মামুন, কমুরুদ্দীন, নূরুল আবছার, হেলাল উদ্দিন, বিএনপি নেতা মোহাম্মদ ওসমান, নাসির উদ্দীন, আজিজুল হক, আবদুর সোবহান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামাদলের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ ফোরকান উদ্দিন, সাতকানিয়া উপজেলা ওলামাদল এর আহবায়ক হাফেজ মোহাম্মদ জমির, সদস্য সচিব মাওলানা আব্দুল করিম, সাতকানিয়া উপজেলা যুবদল নেতা নেজাম উদ্দিন, মোহাম্মদ মহিউদ্দিন, ইকবাল হোসেন রুবেল, নাজিম উদ্দীন নাজু, মিজানুর রহমান, জিয়াউর রহমান জিয়া, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ নোমান, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ সোহাগ, নবী হোসেন, মোহাম্মদ আইমন, মামুনুর রশীদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা এহসানুল করিম, আলী মিয়া, মোহাম্মদ শাহাজাহান, নুরুল ইসলাম, ইমান হোসেন, মোহাম্মদ লিমন, সাইফুল ইসলাম, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মিন্টু, আবু সাঈদ রাসেল, মোহাম্মদ হেলাল, তৌহিদুল ইসলাম, শ্রমিক দল নেতা জসিম উদ্দিন, মোহাম্মদ তারেক, করিম উদ্দিন, ছাত্রদল নেতা আজিজুল হক সৌরভ, আনিসুর রহমান আনাস, জমির উদ্দিন, মোহাম্মদ কামাল, মোহাম্মদ তোহা, মিনহাজুল হক, আবদুর রহিম মাহী, মোহাম্মদ সামি, দেলোয়ার হোসেন, মোহাম্মদ গিয়াস উদ্দিন, ইমতিয়াজ হোসেন শুভ সহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।