আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
এস.এম অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শাহীনুরর রহমান শাহীনকে আহবায়ক ও সমীর চত্রুবর্তীকে সদস্য সচিব করে কমিটি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো: জাহাঙ্গীর আলম এর সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষনা করা হয়।
৭ সদস্যের কমিটিতে যুগ্ন আহবায়ক হিসেবে আরও আছেন, এলভিন লস্কর, সাজিদ আহম্মেদ, রেজাউল হক শীষ, আব্দুল গাফফর রিমন, সাইফুল ইসলাম ফাহিম।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের
সিদ্ধান্ত মোতাবেক, রংপুর মহানগর শাখা ছাত্রদল, রংপুর জেলা শাখা ছাত্রদল, রাজশাহী মহানগর শাখা ছাত্রদল, নীলফামারী জেলা শাখা ছাত্রদল, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা ছাত্রদল, হবিগঞ্জ জেলা শাখা ছাত্রদল, ও সৈয়দপুর (সাংগঠনিক) জেলা শাখা ছাত্রদলের আংশিক কমিটি প্রকাশ করা হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ০৮.০৬.২৩ এই কমিটি অনুমোদন করেন।
কমিটির সতত্যা নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সদ্য বিদায়ি ছাত্রদলের সদস্য সচিব (সাধারণ সম্পাদক পদমর্যাদায়) মো: মহসিন হৃদয়।